বিএনপি ১৪ সনের নির্বাচনে না এসে এতিমের মতো হয়েছে –বাণিজ্য মন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি ১৪ সনের নির্বাচনে না এসে এতিমের মতো হয়েছে –বাণিজ্য মন্ত্রী
শনিবার, ১০ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। বাণিজ্য মন্ত্রী তোফয়েল আহমেদ বলেছেন, বিএনপি যতো কথা বলুক তারা নির্বাচনে আসবে। কারন ২০১৪ সনের নির্বাচেন না এসে তারা ক্ষতি গ্রস্ত হয়েছে,এতিমর মতো হয়েছে,এটা তারা উপলিব্ধি করে। নির্বাচন হবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের অধিনে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশনার। তাদের নির্বাচনে আসতেই হবে। তাদের না এসে কোন উপায় নেই।
শনিবার সকালে ভোলা গাজিপুর রোডস্থ নিজ বাসভবনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী আরো বলেন, বিএনপি ক্ষমতায় থেকে দেশের কোন উন্নয়ন করেনি। পদ্মা সেতুর মতো কাজও বন্ধ করে দেয়। রাষ্ট্র চালিয়েছে হাওয়া ভবন। আমাদের আমলে সেই হাওয়া ভবন নেই। বিএনপির আমলে হাওয়া ভবন থেকে নির্দেশ পেয়ে প্রধান মন্ত্রীকে গ্রেনেড মেরে হত্যার জন্য চেষ্টা করা হয়। আজকের যেই জঙ্গী সন্ত্রাস সৃষ্টি হয়েছে। তারাই এটা সৃষ্টি করেছে। যখন জঙ্গী সন্ত্রাসীদের ধরা হয় তখন তাদের পক্ষে খালেদা জিয়া বিবৃতি দেয়। এসময় মন্ত্রী ভোলার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার জন্য আহবান জানান। একই সাথে সন্ত্রাস বিরোধী দুর্গ গড়ে তোলার জন্যও বলেন।মন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতি করেন। ক্ষমতায় ছিলেন। আমাদের মেরেছে। মানুষকে পিটিয়েছে। মা বোনের ইজ্জত লুট করেছে। লালমোহনে এক বোন পাণির মধ্যে লুকিয়ে থেকেও তার ইজ্জত রক্ষা করাতে পারেনি। গজারিয়ার মালেক নামে এক ব্যক্তির ২ চোখ নষ্ট করেছে। গর্ভবতি মাকে রেহাই দেয়নি। এরক ছিলো খালেদা জিয়ার শাসন আমল। বর্তমান রাষ্ট্রপতি ভোলায় টাউন হলের সামনে মিটিং করতে গেলে তাকে করতে দেয়নি। কিন্তু আমরা এর কোন প্রতিশোধ নেইনি। নিবেও না।
তোফায়েল আহমেদ বলেন,অতীতে ভোলায় যারা এমপি ছিলো তারা কোন উন্নয়ন করেনি। তারা ভোটের সময় এসে ভোট চায়। আমাদেও সরকারের আমলে যে উন্নয়ন হয় তা বিএনপির আমলে হয়না। আমরা নদী ভাঙ্গন রোধে প্রায় ১৬শত কোটি টাকা বরাদ্ধ করেছি। সেই কাজ চলছে। ভোলা বরিশাল তেঁতুলিয়া নদীর উপর ব্রীজ হবে। আমাদের এই মেয়াদেই ব্রীজের কাজ শুরু করতে পারবে বলে আশাবাদ ব্যাক্ত করে মন্ত্রী বলেন, ভোলায় অবকাঠামো নির্মানের জন্য ৪৬৫ কোটি টাকার বরাদ্ধ করেছি। ভোলায় কোন কাঁচা রাস্তা থাকবে না। তিনি বলেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত জেলা। ভোলায় অনেক প্রাকৃতিক সম্পদ আছে। ভোলায় অনেক শিল্পকলকারখানা হবে। আজ গ্রামে কোন অভাব নেই।
ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেন,সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও আজিজুল ইসলামসহ আওয়ালীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রী ভোলা সদও উপজেলার ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন। এসময় প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৬   ৩৫১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ