ইয়াছিনুল ঈমন, (ভোলা প্রতিনিধি) ভোলাবাণী: বি,এন,পির চেয়্যারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ভোলা জেলা যুবদল ও ছাএদল ।
শনিবার বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিন করে বিএনপি অফিসে গিয়ে শেষ হয়।মিছিল পূর্ব এক সমাবেশে বক্তারা গুলশান কার্যালয়ে পুলিশের অভিযানের বিরুদ্ধে ত্রীব্র প্রতিবাদ জানান।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহি কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর,যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান,পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন,জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক বশির হাওলাদার,জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন,জেলা যুবদল আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদযুগ্ম আহবায়ক জামাল উদ্দিন লিটন,সদস্য সচিব কবির হোসেন,ক্রেদ্রীয় যুবদলের সদস্য আব্দুল কাদের সেলিম,জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন,সম্পাদক মিজানুর রহমান মাসুদ,,সাংগঠনিক সম্পাদক নেজামল আলম জেহাদ।
এছাড়া থানা ছাএদল,পৌর ছাএদল ও কলেজ ছাএদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১২:৪০ ৫৬৭ বার পঠিত |