ভোলায় পুলিশ সুপারের উদ্যোগে শিল্পীদের সংর্ধ্বনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পুলিশ সুপারের উদ্যোগে শিল্পীদের সংর্ধ্বনা
শনিবার, ২০ মে ২০১৭



 

---

ইয়াছিনুল ঈমন, (ভোলা প্রতিনিধি): ভোলায় পুলিশের আয়োজনে গুণি শিল্পীদের সংর্ধ্বনা দেয়া হয়েছে। শনিবার দুুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্তি পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামন, এসময় আরোবক্তব্য রাখেন, ভোলা চেম্বার অব কমার্স এর পরিচালক মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় আবৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সামস-উল আলম মিঠু, মহিলা ক্লাবের সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, অতনু করন্জাই, তালহা তালুকদার বাধন প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন অঙ্গনের সংগিত, নৃত্য, আবৃত্তি, নাটকসহ সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় মোট ১৪জন গুণি শিল্পীর হাতে ১৪ শিল্পিকে কেস্ট ও সনদ ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে পুলিশ সুপার মো. মোকতার হোসেন ভোলার গর্ব বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের গর্বিত মা বীরমাতা মালেকা বেগমকেও সংবর্ধনা দেন। দেশের জন্য অবদান রাখায় দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকেও একইভাবে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। ভালো কাজের জন্য উপকূলীয় এ দ্বীপ জেলা ভোলায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণি ব্যক্তিদেরকে সংবর্ধনার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

এ সময় পুলিশ সুপার বলেন, জেলার মুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে আরো বৃহৎ পরিসরে মুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা দেওয়া হবে। তবে কিছু শিল্পী এ সংর্ধ্বনায় বাধ পরতে পারে তাদেরও সংর্ধ্বনা দেওয়া হবে। এসময় ভালো কাজে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:০৩:০৩   ২৩৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ