ফেসবুকে হঠাৎ বেগুনি ফুলের ইমো

প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ফেসবুকে হঠাৎ বেগুনি ফুলের ইমো
সোমবার, ১৫ মে ২০১৭



---

ভোলাবাণী: কয়েকদিন আগে ফেসবুকের রিঅ্যাকশনে বাটনে যুক্ত হয়েছে বেগুনি রঙের একটি ফুলের ইমোজি। এই রিঅ্যাকশনে বাটনের উপর মাউসের কার্সার রাখলেই লেখা উঠছে ‘থ্যাঙ্কফুল’। অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করা। ইতোমধ্যে ফেসবুক ব্যবহারকারীরা এই ইমোজির ব্যবহার শুরু করেছেন।

কিন্তু অনেকেই হয়তো জানেন না কেন হঠাৎ করে ‘থ্যাঙ্কফুল’ ইমোজি চালু করেছে ফেসবুক।

১৪ মে মা দিবস উদযাপন উপলক্ষে ফেসবুকের এই উদ্যোগ। পৃথিবীর মোট ৮০টি দেশে উদযাপন করা হয়েছে মা দিবস। আর বিশেষ এই দিনটি উদযাপন করতেই থ্যাঙ্কফুল রিঅ্যাকশন এনেছে ফেসবুক।

শুধু এবারই প্রথম নয়, গত বছরও একই সময়ে থ্যাঙ্কফুল ইমোজি এনেছিল ফেসবুক।

প্রসঙ্গত, ইংল্যান্ডে ফেসবুকে দেখা যাচ্ছে না এই রিঅ্যাকশন। কারণ, গত মার্চ মাসেই মা দিবস উদযাপন করা হয়েছে বৃটেনে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ‘রিঅ্যাকশনস’ উন্মুক্ত করে ফেসবুক। ‘লাভ’ ‘হাহা’ ‘ওয়াও’ ‘স্যাড’ ও ‘অ্যাংরি’ ইমোটিকন চালু করে ফেসবুক। ফেসবুকে আগে থেকেই ছিল লাইক বাটন। ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানাতে লাইকের পাশাপাশি এসব আবেগের চিহ্ন ব্যবহার করার সুযোগ দেয় ফেসবুক।

বাংলাদেশ সময়: ১৭:১০:৫৬   ২০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তথ্য-প্রযুক্তি’র আরও খবর


স্মার্টফোনে ই-লাইসেন্স দেখিয়েও গাড়ি চালানো যাবে
নক্ষত্রের জন্ম হয় কিভাবে?
প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক
বাজার কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ড শটগান-৬৫০
‘স্মার্ট রেলক্রসিং সিস্টেম’ আবিষ্কার করেছেন খুদে বিজ্ঞানী লাবিব
দেশের ইতিহাসে প্রথমবার সংবাদ উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’
অবাক বিশ্ব, খবর পড়ছে রোবট লিসা
নতুন নিয়মে ফেসবুক মেসেঞ্জারে সন্তান কী করছে দেখতে পারবেন আপনিও
ফেসবুক রিলস কী, কেন, কীভাবে
হোয়াটসঅ্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা জেনে নিন

আর্কাইভ