মোঃ ছালাহউদ্দিন, (মনপুরা সংবাদদাতা) ভোলাবাণী: মনপুরায় কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ১০ মে বুধবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলে।
নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোটারেরা ভোট কেন্দ্রে শান্তিমত তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। ভোটকেন্দ্রে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ শামসুল আলম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন। ভোট কেন্দ্রে ২শত ভোটারের মধ্যে ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে মনোয়ারা বেগম (ছাতা) প্রতিক ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ হারুন কামাল (চেয়ার) প্রতিক পেয়েছেন ৩২ ভোট।
সাধারন সম্পাদক পদে মোঃ ইলিয়াছ রুবেল (আনারস)প্রতিক ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ফারুক ফরাজী (আম) প্রতিক পেয়েছেন ৭৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন আজাদ(কলম) প্রতিক ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী কৃঞ্চগোপাল মজুমদার (চশমা)প্রতিক পেয়েছেন ৪৩ ভোট ।
মহিলা সম্পাদিকা পদে ফাতেমা বেগম খুশি (গোলাপ ফুল) প্রতিকে ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বীকৃতি দাস (কাপ-ফিরিজ) প্রতিক ৫৪ ভোট পেয়েছেন।
ক্রিড়া সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির(ফুটবল) প্রতিক ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ বেলাল (ক্রিকেট ব্যাট) প্রতিক ৭৫ ভোট পেয়েছেন।
এছাড়াও বিনাপ্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছেন সহ-সভাপতি পদে মোঃ শওকত কবির,মোঃ আলমগীর,মোঃ নুরুজ্জামান,যুগ্ন সাধারন সম্পাদক পদে মোঃ ছাইফুউদ্দিন,সহ-সম্পাদক পদে মোঃ ফরিদ,মোঃ ছালাহউদ্দিন,অর্থবিষয়ক সম্পাদক পদে মোঃ ইউনুছ,দপ্তর সম্পাদক পদে মোঃ রাসেল হাওলাদার,শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক পদে মোঃ নুরনবী।
এবং মহিলা সহ সম্পাদিকা পদে নিবেদিতা দাস বিনাপ্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা পরাজিত প্রার্থীদের সাথে কৌশল বিনিময় করেন। শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।
বাংলাদেশ সময়: ২২:২৪:৩৭ ৩১৪ বার পঠিত |