মঙ্গলবার, ৯ মে ২০১৭

ভোলায় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আধুনিক কৃষি উপকরন বিতরন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আধুনিক কৃষি উপকরন বিতরন
মঙ্গলবার, ৯ মে ২০১৭



---

জেলা সংবাদদাতা, ভোলাবাণী: ভোলায় সদর উপজেলার পাচটি ইউনিয়নে খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আধুনিক কৃষি উপকরন বিতরন করা হয়েছে।

সোমবার বেলা ১০টায় সদর উপজেলা কৃষি সম্প্রশারন অফিসের আয়োজনে মেশিন গুলো বিতরন করেন জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, কৃষি সম্প্রশারন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কৃমার সাহা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।

সরকারের ৭০ পার্সেন্ট ভুতুকিতে মেশিন গুলো ভোলার বাপ্তা, ভেলুমিয়া, উত্তর দিঘলদি,ও ইলিশার রাজাপুর ইউনিয়নের ৮ জন কৃষকদের মাঝে বিতরন করা হয়।

মেশিন গুলোর মধ্যে রয়েছে একটি কম্বাইন্ড হারবেস্টার, ২টি রিপার, ৫টি পাওয়ার ট্রিলার চালিত সিডার মেশিন।

বাংলাদেশ সময়: ১০:৫১:০০   ২১৪ বার পঠিত  |