লালমোহনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
রবিবার, ৭ মে ২০১৭



---

আমজাদ হোসেন, ভোলাবাণী: ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মফিজল(৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার সকল ৮ টায় বদরপুর চরটিটিয়া ৫ নং ওয়ার্ডের হালদার বাড়ির মৃত লালমিয়ার ছেলে মফিজ ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবষ্হায় মৃত্যুবরন করে।

এ ব্যাপারে মফিজলের ছেলে মাসুদ বলেন অামার বাবা তাদের বাড়িতে দিন মজুরের কাজে না যাওয়ায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে পার্শবর্তী বাড়ীর শাজাহান হাওলাদার,তার ভাই মতি, জাহাঙ্গীর,স্ত্রী রাবেয়া,ছেলে মামুন,সিরাজ,সিরাজের ছেলে বাবু,কামরুল সহ ১০/১২ জন শুক্রবার বিকাল ৩ টায় অামাদের বাড়িতে হামলা করে এবং অামাদের ঘর থেকে বাবাকে টেনে হিচরে সাবল,টেডা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে।অামরা বাবাকে বাচাঁতে এগিয়ে অাসলে অামাকে ও অামার বোনকে কুপিয়ে অাহত করে।

বাবার অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে লালমোহন হাসপাতাল থেকে শুক্রবারই ভোলা হাসপাতালে রেফার করে।তার মাথায় ও চোখে অনেক গুলো কোপ থাকায় ব্যাপক রক্তক্ষরনে সেখানে সে মারা যায়।

অামি বাদি হয়ে তাদের বিরুদ্বে শনিবার লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করি।

মামলা নম্বর ১০। শনিবার সন্ধা ৬ টায় মফিজলের যানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফান করা হয়।মাসুদ ও তার বোন অাহত অবস্থায় লালমোহন হাসপাতালে ভর্তি অাছে।তিপক্ষের হামলায় কৃষক মফিজল নিহত হয়।শনিবার সকল ৮ টায় বদরপুর চরটিটিয়া ৫ নং ওয়ার্ডের হালদার বাড়ির মৃত লালমিয়ার ছেলে মফিজ ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবষ্হায় মৃত্যুবরন করে।

এ ব্যাপারে মফিজলের ছেলে মাসুদ বলেন অামার বাবা তাদের বাড়িতে দিন মজুরের কাজে না যাওয়ায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে পার্শবর্তী বাড়ীর শাজাহান হাওলাদার,তার ভাই মতি, জাহাঙ্গীর,স্ত্রী রাবেয়া,ছেলে মামুন,সিরাজ,সিরাজের ছেলে বাবু,কামরুল সহ ১০/১২ জন শুক্রবার বিকাল ৩ টায় অামাদের বাড়িতে হামলা করে এবং অামাদের ঘর থেকে বাবাকে টেনে হিচরে সাবল,টেডা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে।

অামরা বাবাকে বাচাঁতে এগিয়ে অাসলে অামাকে ও অামার বোনকে কুপিয়ে অাহত করে।বাবার অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে লালমোহন হাসপাতাল থেকে শুক্রবারই ভোলা হাসপাতালে রেফার করে।তার মাথায় ও চোখে অনেক গুলো কোপ থাকায় ব্যাপক রক্তক্ষরনে সেখানে সে মারা যায়। অামি বাদি হয়ে তাদের বিরুদ্বে শনিবার লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করি।

মামলা নম্বর ১০। শনিবার সন্ধা ৬ টায় মফিজলের যানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফান করা হয়।মাসুদ ও তার বোন অাহত অবস্থায় লালমোহন হাসপাতালে ভর্তি অাছে।

বাংলাদেশ সময়: ১০:৩১:২৬   ৩৩৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ
তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট চাইলেন: মোহাম্মদ ইউনুস
মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?

আর্কাইভ