ভোলায় ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রথম পাতা » অন্যন্য খেলা » ভোলায় ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
সোমবার, ২২ জানুয়ারী ২০২৪



ছোটন সাহা।।ভোলাবাণী।।

ভোলায় উৎসবমুখ পরিবেশে ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জানুয়ারী) বিকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

পুরস্কার পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক অফিসার রকিবুল হাসান, একাডেমিক সুপার ভাইজার সিরাজুল ইসলাম শাওন, অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ।
ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৩দিন ব্যাপী এ প্রতিযোগীতায় ১১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহন করে।ছাত্র ও ছাত্রীদের ভলিবল, ব্যাডমিন্টন, দৌড়, ক্রিকেট ও টেবিল টেনিসসহ ৩৬টি ইভেন্টে প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। যাদের মধ্যে ১০৪ বিজয়ীকে পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৮   ৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অন্যন্য খেলা’র আরও খবর


মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মনপুরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীত অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
ভোলায় ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
তজুমদ্দিনে দূর্যোগ প্রশমন দিবস পালিত

আর্কাইভ