বুধবার, ১০ এপ্রিল ২০২৪

ভোলায় অসহায় দুস্থ দারিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেছে কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় অসহায় দুস্থ দারিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেছে কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



আদিল হোসেন তপু।।ভোলাবাণী।।

পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য নিয়ে ভোলায় ৬ হাজার অসহায় দুস্থ দারিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরন করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতিমা ফাউন্ডেশন।

 

দুস্থ দারিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরন করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতিমা ফাউন্ডেশন।

মঙ্গলবার সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।

এ সময় নারী ও পুরুষ দের মাঝে ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন কাপড় হিসাবে শাড়ী লুঙ্গি বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন- ফাতেমা ফাউন্ডেশনের এর সাধারণ সম্পাদক হাসান ইশতিয়াক বাবু, কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল, অ্যাডভোকেট মানবেন্দ্র দত্ত, বেনুপাল প্রমুখ।

উল্লেখ্য, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিকশা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, গরু, ঈদ উপহার, চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০:০৪:০৪   ৬২ বার পঠিত  |