মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

ভোলায় পিআইবির আয়োজনে সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পিআইবির আয়োজনে সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



 

প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট গ্রহন করছেন সাংবাদিক আদিল হোসেন তপু

স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলায় মোবাইল সাংবাদিকদতা বিষয়ক ৩দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (১ এপ্রিল) দুপুরে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু।

এসময় প্রশিক্ষণে সোশাল মিডিয়ার জন্য স্টোরিজ তৈরি, মোবাইল কনটেন্ট সংরক্ষণ ও তথ্য যাচাইকরণ, রিপোটিং লেখায় সাংবাদিকদের করনীয় ও বর্জনীয়, মোবাইল ক্যামেরার ফ্রেমিং এবং ভিডিও ধারণের কৌশল, ইন্টারভিউ ফ্রেমিং, মোবাইল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমে স্টোরি তৈরি ও সাংবাদিকতার নীতিমালাসহ বিভিন্ন গুরুপ্তপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

উপস্থিত অথিতিবৃন্দ।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে গত ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনে ভোলা জেলার ৩৫ জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ৯:৩২:৫৭   ৫১ বার পঠিত  |