সোমবার, ২৫ মার্চ ২০২৪

শশীভূষণ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মার্চ ২০২৪



ভোলাবাণী।। শশীভূষণ প্রতিনিধি।।


পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে   শশীভূষণ থানায় আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।


শশীভূষণ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতআজ (২৫ মার্চ) সোমবার বিকালে শশীভুষন থানা-পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।


 

এসময় শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম.এনামুল হক এর সভাপতিত্বে উপ-পরিদর্শক রাজিবুল আলমের সঞ্চলনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান,তিনি তার বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশের সেবা জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, মাদক,জুয়া,ইভটিজিং ও বাল্য বিয়ে বন্ধ সহ অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসুলপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আঃ মালেক কাজি,রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রসুলপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম পন্ডিত,এওয়াজপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আব্দুস সালাম পাটোয়ারী,সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম চৌধুরী,জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ নাজিম হাওলাদার, হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতি মোঃ সেলিম হাওলাদার,শশীভুষন থানা ছাত্রলীগ সভাপতি মোঃ তারেক পন্ডিত, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ হাওলাদার সহ সুশীল সমাজ, রাজনৈতিক নেতাকর্মী,ইউপি সদস্য,সাধারণ মানুষ ও গ্রাম-পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৫   ১০৩ বার পঠিত  |