সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

মাইক্রোবাসের নিচে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাইক্রোবাসের নিচে পড়ে শিশু শিক্ষার্থী নিহত
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলায় মাইক্রোবাসের  নিচে চাপা পড়ে মো. আবু তালেব নামের ৫ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চালককে আটক করেছে।

 

ভোলা সদর মডেল থানা

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু আবু তালেব ওই গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের প্লে শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত চালক আবু হানিফ একই গ্রামের বাসিন্দা।

নিহত শিশুর স্বজনরা পুলিশকে জানিয়েছে, শিশু আবু তালেব যে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মারা গেছে। ওই গাড়িতে করেই সে স্কুলে আসা-যাওয়া করত। সোমবার দুপুরে স্কুল থেকে গাড়িতে করে শিশুটি বাড়ি ফিরছিলো। গাড়িটি শিশুটিকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে যাচ্ছিল। এসময় গাড়ি থেকে নামতে গিয়ে শিশু তালেব গাড়িটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

গাড়িতে থাকা অন্যান্য শিক্ষার্থীরা বলছে, চালকের তড়িঘড়ির কারণেই আবু তালেবের মৃত্যু হয়েছে। স্থানীয়রা চালক আবু হানিফকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান আছে।

বাংলাদেশ সময়: ২২:৩৭:১৩   ৯৩ বার পঠিত  |