বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

যেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া

প্রথম পাতা » প্রধান সংবাদ » যেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া
বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪



ভোলাবাণী ডেক্স।।

আজ বুধবার রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চার বিভাগে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে দেশে দেশের কোনো কোনো জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আগামী তিন দিনের আবহাওয়া

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৮.১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কুয়াশার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় আবহাওয়া অফিস বলছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৩   ৯৪ বার পঠিত  |