বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

বিশ্বকাপের টিকিট বিক্রি ২৫ আগস্ট থেকে

প্রথম পাতা » ক্রিকেট » বিশ্বকাপের টিকিট বিক্রি ২৫ আগস্ট থেকে
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবর থেকে। সেই সব ম্যাচের টিকিটি বিক্রি খবরের আশায় মুখিয়ে আছেন ভক্তরা। অবশেষে সেটার সময় জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিশ্বকাপের টিকিট বিক্রি ২৫ আগস্ট থেকে

চলতি মাস থেকেই পাওয়া যাবে প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট। যদিও সেমিফাইনাল আর ফাইনালের টিকিট পেতে অপেক্ষা করা লাগবে আরও অনেকটা সময়।মূলত স্বাগতিক ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচের টিকিটই একসঙ্গে ছাড়ছে আয়োজক কর্তৃপক্ষ। আইসিসি জানিয়েছে, ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট।

এর আগে ১৫ আগস্ট থেকে মাঠে বসে বিশ্বকাপ দেখতে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। আগে থেকে নিবন্ধন করা থাকলে টিকিট-সংক্রান্ত খবর আগেই পাওয়া যাবে।

টিকিট পাওয়ার আগে আগ্রহীদের নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থককে আমরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে অনুরোধ করব সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকেরা যাতে সেরা অভিজ্ঞতাটা পান, সেটি নিশ্চিত হবে।’

বাংলাদেশ সময়: ১১:৩৩:৪৪   ১৮৬ বার পঠিত  |