রূপপুরের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ার জাহাজ

প্রথম পাতা » রাজশাহী » রূপপুরের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ার জাহাজ
বুধবার, ১২ জুলাই ২০২৩



ভোলাবাণী ডেক্স।। পাবনার ঈশ্বরদীতে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন মেশিনারিজ নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমভি মার্গারেট।

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ার জাহাজ

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি ভিড়ে। এরপর সন্ধ্যা থেকে জাহাজের পণ্য খালাস কাজ শুরু হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সকল পণ্য খালাস শেষ হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী।এর আগে গত ৬ জুন রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনারি রয়েছে।

শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী বলেন, খালাস শেষে মেশিনারিগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

এর আগে, গত ২ জুলাই রাশিয়া থেকে সরাসরি একই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এসেছিল এমভি লিবার্টি হারভেস্ট। তারও আগে ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে ওই বিদ্যুৎ কেন্দ্রের মালামাল এনেছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সাত কোম্পানির ৬৯টি জাহাজে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত হয়ে এ বন্দরে পাঠাচ্ছে।

বাংলাদেশ সময়: ৬:৪৯:০১   ৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

রাজশাহী’র আরও খবর


রূপপুরের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ার জাহাজ

আর্কাইভ