ভোলাবাণী ডেক্স রিপোর্ট।।ত্যাগের মহিমা ছড়িয়ে যাক প্রতিটি মানুষের প্রাণে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃআকতার হোসেন।

ঈদুল আযহা উপলক্ষ্যে এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমার কাছের দুরের সকল বন্ধু-বান্ধন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ, প্রিয়জন ও সমাজের সকল নেতা-কর্মীদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-আযহার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ-মোবারক।মোঃআকতার হোসেন বলেন- আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই আমাদের কাম্য। পশু কোরবাণীর মাধ্যমে প্রত্যেকের মনে ত্যাগের মানসিকতা জাগ্রত হবে। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন হোক সকলের, এই দোয়া কামনা করছি। ঈদের পবিত্রতা ও ত্যাগের মহিমা ছড়িয়ে যাক প্রতিটি মানুষের প্রাণে।ঈদ-মোবারক।
বাংলাদেশ সময়: ১৯:৪২:৩৫ ১৬৫ বার পঠিত | আওয়ামী স্বেচ্ছাসেবকলীগভোলা জেলামোঃআকতার হোসেন।সংগ্রামীসাধারণ সম্পাদক