ভোলা পৌরসভার “প্রিপারেশন অব মাস্টার প্ল্যান মতবিনিময়সভা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা পৌরসভার “প্রিপারেশন অব মাস্টার প্ল্যান মতবিনিময়সভা
শনিবার, ২২ এপ্রিল ২০১৭



 

---

রেজওয়ান ইমন, বিশেষ প্রতিনিধি
ভোলাবাণী: ভোলা পৌরসভার “প্রিপারেশন অব মাস্টার প্ল্যান বিষয়ে ইনসেপশন” পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বিকালে ভোলা পৌরসভা কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ভোলা পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

সভায় পৌরসভার সকল নাগরিকদের জন্য যোগাযোগ ব্যবস্থা, গৃহায়ন, সড়ক অবকাঠামো, বাণিজ্য, পয়:নিস্কাশন ব্যবস্থাপনা, পানি সরবরাহ, পানি নিস্কাশন, আবর্জনা ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিত্তবিনোদন ও অন্যান্য কাঠামো সম্পর্কিত যুগোপযোগী সেবাসমুহ প্রদানের লক্ষ্যে ২০ বছর মেয়াদী একটি রুপকল্প প্রনয়ন করা হয়।

এছাড়াও মহাপরিকল্পনা প্রনয়নে অনুসরিত পদ্ধতি, লক্ষ্য ও উদ্দেশ্য, প্রচলিত ধাপ, প্রনয়ন পদ্ধতি, এলাকার সীমানা নির্ধারন পদ্ধতি ও জরিপের জন্য বেজ ম্যাপ প্রস্তুতকরনসহ নানা বিষয়ের উপর আলোচনা করা হয়। এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রফেসর ড. একেএম আবুল কালাম,প্রখ্যাত আর্কিটেক্ট মো: ইকবাল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এএসএম মাকসুদ কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন, ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব জসিম উদ্দিন আরজু।

[উল্লেখ্য, ১৯২০ সালে গঠিত হয় ভোলা পৌরসভা এবং ১৯৮৯ সালের ৩ মে প্রথম(‘ক’) শ্রেনীর পৌরসভায় মর্যাদা লাভ করে। ভোলা পৌরসভায় অধীনে মোট জনসংখ্যা ৪৭ হাজার ৪৭৭জন। এর আয়তন ৪৫ বর্গ কিলোমিটার এবং ৯টি ওয়ার্ড, ৭টি মৌজা ও ১৯টি মহল্লা রয়েছে এ পৌরসভায়।]

বাংলাদেশ সময়: ১০:৪৩:৩১   ১৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ