বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখন সম্ভব হয়নি- প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখন সম্ভব হয়নি- প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২



ভোলাবাণী ডেক্স ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন পর্যন্ত সম্ভব হয়নি।

মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখন সম্ভব হয়নি- প্রধানমন্ত্রীবৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়ে আসছে। মানবিক কারণে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ সাময়িক আশ্রয় দিয়েছি।

তিনি বলেন, রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে ও নিরাপদে তাদের নিজ দেশে ফিরতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু মিয়ানমার সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এখন পর্যন্ত সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:২৭   ৭৫ বার পঠিত  |