সোমবার, ৩ অক্টোবর ২০২২

ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রথম পাতা » খেলাধূলা » ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সোমবার, ৩ অক্টোবর ২০২২



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জ্যেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর স্মরণে ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব এর উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড এর উদ্যমী ছাত্র, যুবক শ্রেণীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব এর উদ্বোধন উপলক্ষে রবিবার (২রা অক্টোবর) বিকাল ৩ টায় ভোলা সরকারি স্কুল খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্লাবটির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম), এনডিসি মো. আবু সাঈদ, জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, বাসস ভোলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম নিরব মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফয়সাল আহমেদ, দৈনিক ভোলার বাণী সম্পাদক মুহা. মাকসুদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ সন্তান ছিলেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আবাহনী ক্লাব এর প্রতিষ্ঠাতা ছিলেন। আজ যে ক্লাবের শুভ সূচনা করা হলো সেই শেখ কামাল স্পোর্টিং ক্লাব যেনো সুনাম অর্জন করতে পারে এটাই আমাদের প্রত্যাশা। খেলাধুলা একটা সমাজ থেকে বিভিন্ন ধরণের অপরাধ দূর করতে সক্ষম। খেলাধুলা শিশু-কিশোরদের নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এই ক্লাবের মাধ্যমে ভালো খেলোয়াড় জন্ম হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে এই ক্লাবের সদস্যরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা।

এর আগে উত্তেজনাপূর্ন একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব হলুদ ও সাদা দল নামের দুটি দল অংশ নেয়। দীর্ঘদিন পর এমন একটি ফুটবল ম্যাচের আয়োজন দেখে ফুটবল প্রেমীরাও ভীড় জমিয়েছেন ভোলা সরকারি স্কুল খেলার মাঠে। উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখেছেন জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ।

খেলায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব হলুদ দল ২-১ গোলে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাব সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন।

ভোলায় শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্পোর্টিং ক্লাবের সভাপতি মাইনুর রহমান তুহিন মোল্লা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, যুবলীগ নেতা রাজীব হাসান লিপু, ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি, শ্রমিকলীগ নেতা মো. সিরাজুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী পাপন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ মেহেরাব মোল্লা, মো. ইউসুফ সোয়েব, সাংগঠনিক সম্পাদক শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হ্যাভেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ৬:০৯:০৫   ৭৮ বার পঠিত  |