আলিনগরে এইচ.এস.সি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার,

প্রথম পাতা » প্রধান সংবাদ » আলিনগরে এইচ.এস.সি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার,
বুধবার, ১৯ এপ্রিল ২০১৭



 

---

নিজস্ব প্রতিনিধি, ভোলাবাণী:  ভোলা সদর উপজেলার ৮নং আলিনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছিফলী গ্রামের মোবারক আলী হাওলাদার বাড়ির উত্তর পাশে কৃষি জমিতে পরিত্যাক্ত অচেতন অবস্থায় মাহাবুব আলম (১৭) নামের এক কিশোরকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসি উদ্ধার করেছে। মোঃ মাহাবুব আলম ওই এলাকার বাসিন্দা মোঃ শাহেআলম এর ছেলে বলে জানা যায়।

সরেজমিন সূত্রে জানায়, রুপা নামের একজন মেয়ে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের পিছনের দরজা খুললেই পাশের জমিতে বিদ্যুতের আলো পরে। ওই আলোর দিকে তাকালে দেখা যায় লাল গেঞ্জি পড়া একটি লোক জমিতে শুয়ে আছে। এসময় রুপা ডাক চিৎকার দিলে ঘরের লোকজন ও পাশ্ববর্তী এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন বলে জানা যায়। এরপরে এলাকাবাসী উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়।

মাহাবুব আলমের মা-বাবা সূত্রে জানায়, আমার ছেলে ভোলা বাংলাবাজার ফাতেমা খানম কলেজে এইচ.এস.সি ১ম বর্ষে পড়া লেখা করে। গতকাল সোমবার বিকেলে বই কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে ভোলা শহরে যায়। এরপরে রাত অনেক হওয়ার পরও বাসায় ফেরেনি। সোমবার রাতে অনেক খোজাখুজি করে না পেয়ে মঙ্গলবার দুপুরে ভোলা সদর মডের থানায় আমি বাবা বাদী হয়ে একটি জিডি দায়ের করি।

গতকাল সারাদিন খুজেও পায়নি এবং আজকের সারাদিন অনেক খোজাখুজি করেছি পাইনি। হঠাৎ করে আজ মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় আমাদের বাড়ির পাশের বাড়ির একটি মেয়ে রুপা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে নিশ্চিত করেছি আমার ছেলে মাহাবুব আলম।

তবে কারো সাথে পূর্বের শত্রুতার কথা জানতে চাইলে মাহাবুব আলমের বাবা বলেন, আমাদের সাথে কারো সাথে জগড়া বিবাধ নেই এবং কারো সাথে পূর্বের কোনো শত্রুতাও নেই বলেও তিনি জানান।

এবিষয়ে ভোলা সদর হাসপাতালের কর্মরত জরুরী বিভাগের চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি ভোলাবানীকে বলেন, বর্তমানে মাহাবুব আলমকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ১৪নং বেডে ভর্তি করানো হয়েছে। উন্নত চিকিৎসা চলছে। এখন পযর্ন্ত জ্ঞান ফেরিনি। মাহাবুব আলমের শরিরে কোনো ধরনের দাগ বা স্পর্ট দেখা যায়নি। মনে হয় পানিতে বা কোনো ঠান্ডা ধরনের কিছু প্রয়োগ করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৫৬   ২৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ