বুধবার, ২২ জুন ২০২২

দক্ষিণ আইচায় পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির সাকার ফিস

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির সাকার ফিস
বুধবার, ২২ জুন ২০২২



সেলিম রানা।। ভোলাবাণী

 

ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে  পুকুরে ধরা পড়ল বিরল প্রজাতির সাকার (ক্যাট)ফিস।

 

ভোলায় পুকুরে  ধরা পড়েছে বিরল প্রজাতির ক্যাট ফিসবুধবার (২২ জুন) এলাকার  দুলাল মাষ্টারের মেজো ছেলে মামুন  পুকুরে মাছ ধরতে নামলে জালে উঠে এলো বিরল প্রজাতির সাকার ফিসটি।

মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ।

শরীরে বাদামি রং,সারা গায়ে সারি সারি ছোট ছোট কাটা এবং ছোট-কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন টাইগার মাছ।

মাছটি ধরা পড়ার পর থেকে এটি দেখতে বাড়ির আশপাশের লোকজন ভিড় জমায়।  মাথা থেকে লেজ পর্যন্ত ৩২ ইঞ্চি লাম্বা মাছটির ওজন প্রায় ৮০০ গ্রাম। মামুন জানান পুকুরের পাশ দিয়ে খাল থাকার কারনে খাল থেকে মাছটি পুকুরে ডুকতে পারে।

এই বিষয় মৎস্য কর্মকর্তা বলেন মাছটির নাম সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। মাছটি না মেরে নদীতে অবমুক্ত করে দেয়ার পরামর্শ দেয় মৎস্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪০   ৮০ বার পঠিত  |