রবিবার, ১৫ মে ২০২২

মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত
রবিবার, ১৫ মে ২০২২




মোঃ ছালাহ উদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।
ভোলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত । উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নকে ভেঙ্গে বিছিন্ন  কলাতলীকে উপজেলার ৫ নং ইউনিয়ন ঘোষনা করে গেজেট প্রকাশিত হয় গত ২১ এপ্রিল। এই কারনে ওই ইউনিয়নের তফসিলে উল্লেখিত সকল কার্যক্রম স্থগিত করে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ।

১ নং মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের লিখিত আদেশের কপি।

জানা যায়, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নকে ভেঙ্গে বিচ্ছিন্ন কলাতলীকে উপজেলার ৫ নং ইউনিয়ন ঘোষনা করে গেজেট প্রকাশিত হয় গত ২১ এপ্রিল। ওই গেজেটে আন্দিরপাড়, কূলাগাজী তালুক ও ঈশ্বরগঞ্জ গ্রাম নিয়ে ১ নং মনপুরা ইউনিয়ন ও কলাতলীর চর, মাঝগ্রাম, ঢালচর,  মনপুরা, চরখালেক ও কাজীরচর নিয়ে প্রস্তাবিত ৫ নং কলাতলী ইউনিয়ন পরিষদ।

এদিকে শুক্রবার (১৩ মে) বিকেলে আ’লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে রাতে দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ইউনিয়নে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পান আজমত উল্ল্যা ওরপে আমানত উল্ল্যা আলমগীর।

মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

এদিকে একই দিনে বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক এক আদেশে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওই ইউনিয়নের তফসিলে উল্লেখিত সকল কার্যক্রম স্থগিত করে।

ওই দুই ইউনিয়নের সীমানা নির্ধারন ও ভোটার বিন্যাস না হওয়ায় ভোট ¯’গিত হয় বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

এই ব্যাপারে কর্মকর্তা ও রির্টানিং অফিসার রফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক এক আদেশে ১নং মনপুরা ইউনিয়নের নির্বাচন  স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৩১:০৭   ১২০ বার পঠিত  |