ইলিশ সংরক্ষণে আত্মপ্রত্যয়ী এক নারীর গল্প…….

প্রথম পাতা » তজুমদ্দিন » ইলিশ সংরক্ষণে আত্মপ্রত্যয়ী এক নারীর গল্প…….
সোমবার, ১০ এপ্রিল ২০১৭



মনোয়ারা বেগম

বিশেষ সংবাদদাতা, ভোলাবাণী: মনোয়ারা বেগম ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার হাজীকান্দি গ্রামের একটি ইলিশ সংরক্ষণ দলের সভাপতি। ভোলা জেলায় তিনিই একমাত্র মহিলা যিনি সভাপতি হিসেবে একটি ইলিশ সংরক্ষণ দলের নেতৃত্ব দিচ্ছেন ।

নাগর মাঝি, তোতা মাঝির মত দলের পুরুষ সদস্যদের সাথে নিয়ে তিনি গত প্রায় তিন বছর ধরে হাজীকান্দি গ্রামের জেলেদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন ।

মনোয়ারা ইউএসএআইডি’র (USAID) অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ডফিশের (WorldFish) সহায়তায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন ইকোফিশ প্রকল্লের তত্ত্বাবধানে ইলিশ সংরক্ষণ দলের নিয়মিত ও ধারাবাহিক সভা আয়োজন করেন ।

এমনকি গত বর্ষায় যখন বাঁধ ভেঙ্গে হাজীকান্দি গ্রাম মেঘনার পানিতে প্রায় তলিয়ে গিয়েছিলো, তখনো দলের সদস্যদের সাথে নিয়ে মনোয়ারা জেলেদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছিলেন সরকার ঘোষিত মাছ ধরার নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরতে না গেলে কি লাভ হবে ।

বার বার জেলেদের বুঝিয়ে অনুরোধ করেছিলেন মৎস্য আইন মেনে চলতে জেলেরা তার কথা রেখেছে । তার সুফলও পেয়েছে । দেশে গত ইলিশের মৌসুমে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয়েছে ।

মাছ ধরার নিষিদ্ধ সময়ে জাটকা ও ডিমওয়ালা মা মাছ না ধরা ও রক্ষা করতে পারা এ বিরাট সাফল্যের অন্যতম কারণ । এ ধারা অব্যাহত রাখতে পারলে দারিদ্র্যক্লিষ্ট জেলেদের সংসারে সুদিন ফিরে আসবে । ইলিশ দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে ।

এভাবে মনোয়ারার মত আরও অনেক নারী ইলিশ সংরক্ষণে পুরুষের পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন । মনোয়ারা বেগমের ছবিটি তুলেছেন মোহাম্মদ মাহবুবুর রহমান ।

বাংলাদেশ সময়: ১১:৩৫:২৩   ১৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন

আর্কাইভ