বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

দক্ষিণ আইচায় বেদে পরিবারগুলো টিকা গ্রহণ না করেই চড়ে বেড়াচ্ছেন গ্রামগঞ্জে

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় বেদে পরিবারগুলো টিকা গ্রহণ না করেই চড়ে বেড়াচ্ছেন গ্রামগঞ্জে
বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২



সেলিম রানা।।ভোলাবাণী

করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে টিকাদান কর্মসূচি। এরমধ্যে টিকা গ্রহণ না করেই ভোলার চরফ্যাসন উপজেলার বিভিন্ন এলাকায় চড়ে বেড়াচ্ছেন বেদেরা।  দক্ষিণ আইচা সৌদি হাসপাতালের সামনের বালুর মাঠ সংলগ্ন গিয়ে দেখা যায়, করোনা ভাইরাস সর্তকতা ও টিকা গ্রহণের বিষয়ে ধারণাও নেই এসব বেদে পরিবারের। ফলে তাদের মাঝে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। অপরদিকে কিছু বেদে সদস্যরা টিকা গ্রহণ করলেও বাকিরা কবে টিকা পাবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এসব বেদে পরিবারগুলা উপজেলার, জালাল মাহাজন চৌমুহনী, কুতুবগঞ্জ মোড়, দুলার হাট, শশীভূষণ, দক্ষিণ আইচা সহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে অস্থায়ীভাবে  বসবাস করছেন।

দক্ষিণ আইচায় বেদে পরিবারগুলো টিকা গ্রহণ না করেই চড়ে বেড়াচ্ছেন গ্রামগঞ্জেচরফ্যাশন  উপজেলার দক্ষিণ আইচার বালুর মাঠে বসবাসরত বেদে সদস্য আল হাদিস জানান। বেদে পল্লিতে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়নি। আমাদেরও টিকা নেওয়ার দরকার। কেউ আমাদের টিকা নেওয়ার ব্যাপারে বলেনি। তাই টিকা দিতে পারিনি।এখন যেহেতু আপনারা আমাদেরকে বলেছেন। আমরা খুব দ্রুত টিকা গ্রহণ করবো। বেদে সর্দার মো.জহির মিয়া বলেন, আমাদের এখানে ১২ টি বেদে পরিবার রয়েছে। আমাদের টিকা পাওয়ার সদস্য সংখ্যা ২৪ জন। তারমধ্য কিছু পরিবারের সদস্যরা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন নিজ এলাকা। বাকিরা এখনও টিকা পায়নি। যারা টিকা দেয়নি তাদেরকে দ্রুত টিকা গ্রহণ করার জন্য বলে দেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, বেদে সম্প্রদায়ের নারী-পুরুষরা গ্রামগঞ্জের হাট-বাজারে এবং বাড়ি বাড়ি গিয়ে সাপের খেলা, সিংগা দেওয়া, দাঁতের পোকা সহ ঝাড়ফুঁক করা ও পুকুরে হারানো জিনিসপত্র খুঁজে দেওয়া ও ফেরি করে জীবিকা নির্বাহ করেন। এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্কতা দেখা যায় নেই তাদের মধ্যে । এতে সংক্রমণ ঝুঁকিতে পড়েছেন উপজেলার গ্রামগঞ্জের স্থানীয় মানুষগুলো। শুধু দক্ষিণ আইচা নয়, উপজেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশিরভাগ বেদে পরিবার করোনা টিকা থেকে বঞ্চিত। এ বিষয়ে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল বলেন, বেদে পরিবারের সদস্যদের খোঁজ নেওয়া হবে। যেসব বেদেরা এখনও টিকা গ্রহণ করেন নাই তাদেরকে ইউনিয়ন স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে টিকার আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৭:৪৮   ১০১ বার পঠিত  |