শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১

আবদুল্লাহপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীর কর্মীকে না পেয়ে গরুকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » আবদুল্লাহপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীর কর্মীকে না পেয়ে গরুকে ছুরিকাঘাতের অভিযোগ
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১



নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।

---

 

২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী পানির কল প্রতীক রিপন হাওলাদারের কর্মী আঃ অহিদকে না পেয়ে তার গরুকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে অপর প্রার্থী তালা প্রতীক মাহাদুল হক পাঞ্চায়েতের কর্মী সুমন, মিজানুর রহমান কিরন, আল আমিন ও আরিফের বিরুদ্ধে।শুক্রবার (২৬ নভেম্বর) উপজেলার আবদুল্লাহপুর ৩নং ওয়ার্ডে আঃ অহিদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আঃ অহিদ অভিযোগ করেন, সে পানির কল প্রতীক মেম্বার প্রার্থী রিপন হাওলাদারকে সমর্থক। শুক্রবার অহিদ জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরে দেখে বাড়ির দরজায় তার গরুটিকে ছুরিকাঘাত করে সুমন, মিজানুর রহমান কিরন, আল আমিন ও আরিফ চলে যাচ্ছে। তারা সঙ্ঘবদ্ধ হওয়ায় অহিদ কোন প্রতিহত করেনি।
অহিদ আরো অভিযোগ করেন, এর কিছুদিন আগে অহিদের পিতা আঃ গনি পাঞ্চায়েত কে তালা প্রতীক প্রার্থী মাহাদুল হক পাঞ্চায়েতের কর্মী-সমর্থকরা তাদের অফিসে দীর্ঘ সময় ধরে আটকে রেখে তালাবদ্ধ করে রাখে বিভিন্ন ভয়ভীতি দেখায়। তারই পরিপেক্ষিতে ওই সঙ্ঘবদ্ধ চক্রটি আজ এই ঘটনাটি ঘটিয়েছে।
তালা মার্কা প্রতীক মাহাদুল হক পাঞ্চায়েত বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেন না।
আবদুল্লাহ পুর ইউনিয়ন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, কোন ধরনের অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২০:১৩:১৫   ৭৮ বার পঠিত  |