বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

চরফ্যাসনে জিটুপি বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে জিটুপি বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১



---মিজান নয়ন,চরফ্যাসন অফিস।।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার বৃহস্পতিবার  চরফ্যাসন উপজেলা পরিষদ  সভাকক্ষে  অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও  উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এই সেমিনারে উপজেলা  পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আনিসুর রহমান,  জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার, কাউন্সিলর  আকতারুল আলম সামু ও সাংবাদিক শহিদুল ইসলাম জামাল  প্রমুখ।
সমাজসেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, জিটুপি হচ্ছে সরকারি অর্থ সরাসরি  সুবিধাভোগীর কাছে পৌছে দেয়ার একটি পদ্ধতি। ভাতাভোগীরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা গ্রহণ করায় স্বাচ্ছন্দ বোধ করছেন। এটিকে আরো স্বচ্ছ এবং গতিশীল করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৫৮   ৭৫ বার পঠিত  |