তৈরি পোশাক রফতানির বিপরীতে উৎসে কর বন্ধের দাবি পোশাক মালিকদের

প্রথম পাতা » ভোলার অর্থনীতি » তৈরি পোশাক রফতানির বিপরীতে উৎসে কর বন্ধের দাবি পোশাক মালিকদের
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭



---

ভোলাবানী: তৈরি পোশাক রফতানির বিপরীতে উৎসে কর আদায় বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে কর ও শুল্ক-সংক্রান্ত নীতিমালা কমপক্ষে পাঁচ বছরের জন্য করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে পোশাক ব্যবসায়ীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

সভায় নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ছাড়াও বিভিন্ন পণ্য রফতানিকারক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র নেতারা বলেন, উৎসে কর বন্ধ করা উচিত। সেটি না হলে অন্তত দুই বছরের জন্য এটি বন্ধ করা দরকার। তবে তাদের লিখিত প্রস্তাবে বিজিএমইএ উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ এবং তা আগামী পাঁচ বছর কার্যকর রাখা ও করদায় চূড়ান্ত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।

সিদ্দিকুর রহমান বলেন, আগামী দুই বছর টিকে থাকতে পারলে ঘুরে দাঁড়াতে পারবো। এ জন্য নীতি সহায়তা চাইছি।

এসময় বিজিএমইএ প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, উৎসে কর কর্তনকে সর্বনিম্ন কর বিবেচনা না করে আগের মতো চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য, গ্যাস-বিদ্যুৎ-পানির বিলে ভ্যাট অব্যাহতি, এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা এবং ফায়ার ফাইটিং পাম্প ও স্প্রিংকলারসহ অগ্নি নিরাপত্তার যন্ত্রপাতি শুল্কমুক্ত সুবিধায় আমদানির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৪   ১৫৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলার অর্থনীতি’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
ভোলায় তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনা
ভবিষ্যতে ভোলায় আরও ৯ টি কূপ খননের পরিকল্পনা করছে সরকারঃ ভোলায় নসরুল হামিদ
ভোলার কাঁকড়া যাচ্ছে বিদেশে, বিকল্প কর্মসংস্থানে খুশি জেলেরা
সিএনজিতে রূপান্তর করে ভোলার গ্যাস যাচ্ছে ঢাকায়
আবাদ হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৩৬ হেক্টর জমিভোলায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা
ভোলার ৯টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে প্রস্তুত ভোলার জেলেরা
হোগলা পাতায় ভাগ্য বদলের সংগ্রাম শত নারী”র

আর্কাইভ