জণগন যাকে ভোট দিবে সে হবে সরকার - পার্থ

প্রথম পাতা » প্রধান সংবাদ » জণগন যাকে ভোট দিবে সে হবে সরকার - পার্থ
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭



বি.জে.পি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

বিশেষ প্রতিনিধি, ভোলাবাণী: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদকে সাবেক সংসদ সদস্য মরহুম নাজিউর রহমানের কবর জিয়ারত করার অনুরোধ জানান সাবেক সংসদ সদস্য মরহুম নাজিউর রহমানের সুযোগ্য সন্তান (বি.জে.পি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

বুধবার বিকাল ৫টায় শান্ত নীড় বাসভবনে আয়োজিত ভোলা পৌর যুব-সংহতি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে আফসার রশিদ এর সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে। তবে ভোট হবে গণতান্ত্রিকভাবে। জণগন যাকে ভোট দিবে সে হবে সরকার। কারচুপির মাধ্যমে নির্বাচন হলে তা জণগন মানবে না। কুসিক নির্বাচনে আওয়ামীলীগ দল এতো ভোট কারচুপি করার পরও বিপুল ভোটে বিএনপি বিজয় লাভ করেছে। বিএনপি সরকারকে জনগণে ভালোবাসে। বিএনপি সরকার জনগণের অধিকার নিয়ে টানাহেচড়া করে না। আশাকরি সামনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

এসময় তিনি আরো বলেন, আসছে আগামি ৭ এপ্রিল শুক্রবার ভোলা জেলা জাতীয় পার্টি’র সম্মেলন উপলক্ষে সর্ব প্রথম এই দ্বীপ-জেলা ভোলায় আগমন করবেন হুসাইন মুহাম্মাদ এরশাদ। আমার বাবা মরহুম নাজিউর রহমানের সাথে এরশাদ সাহেবের একটা সু-সম্পর্ক ছিলো। আমার বাবার জানাজা নামাজেও তিনি আসতে পারেনি। আমার একটা অনুরোধ ৭ এপ্রিল মরহুম নাজিউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি এটা আশা করি।

এসময় গেস্ট-অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম নাজিউর রহমানের সহ-ধর্মীনি (বি.জে.পি) প্রেসিডিয়াম সদস্য শেখ রেবা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (বি.জে.পি) ব্যারিস্টার আশিকুর রহমান অঞ্জন, আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী সভাপতি (বিজেপি) ভোরা জেলা শাখা প্রমূখ।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নুরে আলম সিদ্দিকি টিটু সদস্য সচিব (বি.জে.পি) ভোলা জেলা শাখা। পরে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ (বি.জে.পি) কাউন্সিল অধিবেশন।

বাংলাদেশ সময়: ১২:১৯:৩৫   ৮৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ