মানব পাচাঁরকারী সবুজ জনতার হাতে আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » মানব পাচাঁরকারী সবুজ জনতার হাতে আটক
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭



 

মানব পাচাঁরকারী সবুজ

স্টাফ রিপোর্টার, ভোলাবাণী: ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মানব পাচাঁরকারী সবুজ বুধবার রাত ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে ভোলা বেপরী বাজারের জনতার হাতে আটক হয়েছে।

মোঃ সবুজ (২৫) বাংলাবাজার দক্ষিণ দিঘলদী ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুখের ছেলে বলে জানা যায়।

সূত্রে জানায়, আনুমানিক রাত ৯টার সময় ব্যাটারী চালিত বোরাকে উঠে সজিব ঢাকা যাওয়ার সময় বেপারী বাজার পযর্ন্ত আসলে বোরাক থেকে নামিয়ে এলাকার লোকজন আটক করে, পরে থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে সজিবকে সোর্পদ করে।

ভুক্তভুগীরা জানান, ঢাকার ২১ ফিউচার ইলেকট্রনিক্স কোম্পানিতে সবুজ কাজ করে। এই কোম্পানির নাম দিয়ে আমাদের ভোলার গরিব অসহায় ছেলেদেরকে চাকুরী দেওয়ার কথা বলে নিয়ে যায়। রাতে চোখ বেধে অন্য এক অন্ধকার ঘরের ভিতর নিয়ে রাখে। পরে সেখান থেকে বিদেশের কথা বলে অনেক টাকার বিনিময় বিক্রি করে দেয় এবং আমাদেরকে বলে তোরা লোক আনবি তোদেরকে ৮৫০০ টাকা করে বোনাস দিবো বলে জানিয়েছেন ভুক্তভুগীরা।

 

ভুক্তভুগী, ২১ ফিউচার ইলেকট্রনিক্স কোম্পানি

আরো জানান, ওই কোম্পানিতে রাতে ৫০০ লোক দেখলে, সকাল হওয়ার সাথে সাথে ওই সকল লোকজনকে দেখতাম না। তারা রাতের মধ্যে কোথায় নিয়ে যায় তা এক আল্লাহ জানে। এই কান্ড দেখে আমারা  ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে ভোলায় চলে আসি।

এবিষয়ে সজিবের সঙ্গে কথা বললে সজিব তার লিডারের ফোন নম্বর দেয় ০১৭৩২-০৯৫১০২। এসময় ২১ ফিউচার ইলেকট্রনিক্স এর মালিকের সঙ্গে কথা বলার জন্য ফোন নম্বর চাইলে তা পাওয়া যায়নি।

২১ ফিউচার ইলেকট্রনিক্স কর্তৃক দেয় আইডি কার্ড জামানত নেয়া ৩২০০০ টাকার রশিদসহ সকল কিছু মিথ্যা প্রমানিত দেখা যায়।

বাংলাদেশ সময়: ১২:০৪:৪০   ২১৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ