সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

২০২৩ সাল থেকে থাকছে না পিইসি-জেএসসি পরীক্ষা: ডা. দীপু মনি।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০২৩ সাল থেকে থাকছে না পিইসি-জেএসসি পরীক্ষা: ডা. দীপু মনি।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১



ভোলাবাণী ডেক্সঃআগামী ২০২৩ সাল থেকে প্রাথমিক সমাপনী-পিইসি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার তিনি বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষাও থাকছে না।এইচএসসি পরীক্ষার নাম ও গ্রেডিং পরিবর্তন হতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে এইচএসসির ফলাফল দেওয়া হবে।

এছাড়া নবম ও দশম শ্রেণিতে বিভাগ থাকছে না বলেও জানান ডা. দীপু মনি।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৫   ৭১ বার পঠিত  |