মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১

দৌলতখানে র‍্যাবের অভিযানে অনুমোদনহীন কারখানা সিলগালা

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে র‍্যাবের অভিযানে অনুমোদনহীন কারখানা সিলগালা
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১



ভোলাবাণী।।দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে বিএসটিআই  অনুমোদনহীন শাহীন শাহ ফুড চানাচুর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি করে বাজারে বিক্রির অভিযোগে আলমগীর নামে এক কারখানা মালিককে ১০দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা চরপাতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করেন ভোলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন । এসময় ভোলা র‍্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর সহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

দৌলতখানে র‍্যাবের অভিযানে অনুমোদনহীন কারখানা সিলগালা

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ভোলা বাংলাবাজার উপশহরে উজ্জল রাইস মিলকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০ হাজার টাকা ও চাঁদনি বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ভোলা র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর জানায়, দৌলতখানে বিএসটিআই  অনুমোদনহীন শাহিন শাহ ফুড নামক চানাচুর কারখানাটি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছিলো। আজ অভিযান পরিচালনা করে কারখানাটির মালিককে ১০ দিনের জেল দেয়া হয়। এ সময় তার কারখানাটি সিলগালা করা হয়। এছাড়াও ভোলার বাংলাবাজারে দুই ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৭:৩৩   ৬৭ বার পঠিত  |