অটিস্টিকদের সহযোগিতা করা মানবাধিকারের অংশ

প্রথম পাতা » জাতীয় » অটিস্টিকদের সহযোগিতা করা মানবাধিকারের অংশ
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭



---

ভোলাবাণী:অটিজম বিষয়ক পরামর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বলেছেন, অটিস্টিক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের সহযোগিতা করা মানবাধিকারের অংশ।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অটিজম আক্রান্তদের জন্য আর্ট বুক ‘ইউনিক গ্লিম্পসেস’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সায়মা ওয়াজেদ হোসেন পুতুল সম্পাদিত বইটি ঢাকায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে প্রকাশ করা হয়েছে। অটিজম আক্রান্ত শিশুদের জন্য কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার চ্যাম্পিয়ন সায়মা ওয়াজেদ বলেন, বইটি অটিজম আক্রান্ত শিল্পীদের স্বপ্ন। এই বইয়ের মাধ্যমে তারা পুরো বিশ্বকে দেখছে। এসব ছবি থেকে তাদের চিন্তার জগতকে চেনা যাবে।

বছরের পর বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিজম শিল্পীদের আঁকা চিত্রকর্মসহ যেসব গিফট কার্ড পেয়েছেন, সেখান থেকে বইয়ের অনেক ছবি সংগ্রহ করা হয়েছে। বই বিক্রির টাকা সূচনা ফাউন্ডেশনকে দেয়া হবে। এ অর্থ অটিস্টিক আক্রান্তদের কল্যাণে ব্যয় হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এই শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে সবচেয়ে বেশি কথা বলার সুযোগ রয়েছে সংসদ সদস্যদের।

আর্ট পুস্তকের রঙিন রঙের মতো আমরা সারা পৃথিবীর সঙ্গে একইভাবে রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করে যাব এ ধরনের কাজে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান স্পিকার।

অনুষ্ঠানে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি ও সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ছাড়াও বিভিন্ন দেশের সংসদ সদস্য ও বাংলাদেশি এমপিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৩:৪৬   ২০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ