দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রথম পাতা » জাতীয় » দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭



---

ভোলাবাণী: জাতিসংঘের সহকারী মহাসচিব গার্ডা ভারবার্গ বলেছেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আশা করছি এমডিজির মতো এসডিজির সব সূচক সফলতার সঙ্গে অর্জন করবে। এছাড়া খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যখাতেও বাংলাদেশ ভালো করছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামামের দফতরে জাতিসংঘের সহকারী মহাসচিব এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি আলোচনা করেন। আলোচনায় গার্ডা ভারবার্গ এসব কথা বলেন।

জাতিসংঘ সহকারী মহাসচিব বলেন, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যখাতেও বাংলাদেশ ভালো করছে। বাংলাদেশকে সামনের দিনে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেটা হলো পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক সব বিভাগের মধ্যে সমন্বয় করা। বর্তমানে সত্যিই বাংলাদেশের অর্জন প্রশংসার দাবিদার। তবে আরও এগিয়ে যাওয়ার সুয়োগ রয়েছে।

পরিকল্পনামন্ত্রী এ সময় দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, অন্যান্য খাতের ন্যায় স্বাস্থ্যখাতেও অভাবনীয় সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। আমাদের ছেলে-মেয়েরা মুটিয়ে যাচ্ছে না। সব বিষয়ে আমরা ইতিবাচক ভূমিকা রাখছি। আমরা জাতিসংঘের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।

কামাল বলেন, আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমার বিশ্বাস যেভাবে এমডিজির লক্ষ্য অর্জন করেছি একইভাবে এসডিজির সকল লক্ষ্য অর্জনে সক্ষম হবো।

বাংলাদেশ সময়: ১২:৫৬:০৭   ১৪৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ