রবিবার, ১৫ আগস্ট ২০২১

নতুন চমক নিয়ে এল ফেসবুক

প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » নতুন চমক নিয়ে এল ফেসবুক
রবিবার, ১৫ আগস্ট ২০২১



ভোলাবাণী তথ্য প্রযুক্তিঃ ফের নতুন চমক । এবার মেসেঞ্জারের ভিডিও এবং ভয়েস কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম চালু করেছে টেক জায়ান্ট ফেসবুক। এই ফিচারে ব্যবহারকারীর ভয়েস ও ভিডিও কল শুনতে পারবে না অন্যকেউ। এমনকি ফেসবুক নিজেও।

এবার মেসেঞ্জারের ভিডিও এবং ভয়েস কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম চালু করেছে টেক জায়ান্ট ফেসবুক।

এতোদিন এই সিস্টেম শুধু মেসেঞ্জারের টেক্সট ভার্সনে চালু ছিল। এখন কলের ক্ষেত্রেও এমন নীতিমালা অনুসরণ করবে ফেসবুক। ফলে প্রেরক ও প্রাপকের মধ্যেই কনর্ভাসেশন সীমাবদ্ধ থাকবে। এছাড়াও ফেসবুক তার ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রেও নতুন সংস্করণ এনেছে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই ফেসবুকে টেক্সট মেসেজের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু রয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে অডিও ও ভিডিও কলের পরিমাণও দ্রুত বেড়েছে।

বাংলাদেশ সময়: ১২:২০:৩৪   ৮৮ বার পঠিত  |