শনিবার, ৮ মে ২০২১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর অবস্থায় রিক্সা চালক হাসপাতালে

প্রথম পাতা » দৌলতখান » ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর অবস্থায় রিক্সা চালক হাসপাতালে
শনিবার, ৮ মে ২০২১



---

দৌলতখান-(ভোলা)-প্রতিনিধি: ছেলেটির-নাম শান্ত। বয়স এখনো ১৬ হয়নি।  ও পরিবারের উপার্জনের জন্য রিক্সা নিয়ে বের হয়েছিল প্রতিদিনের মতোই। গত ৭মে শুক্রবার রাত সাড়ে ৮ টার সময়  রিক্সা নিয়ে বের হলে ছিনতাইকারীর কবলে পরে শান্ত। এমনি এক ঘটনা ঘটেছে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে।


গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.লিটনের বাড়ীর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


আহত শান্ত  দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকের ছেলে।


পুলিশ ও পরিবারের  সদস্যরা  জানান, শুক্রবার বিকালে শান্ত  রিক্সা নিয়ে বাড়ী থেকে দৌলতখানের উদ্দেশ্য বের হন। রাত ৮টার দিকে দৌলতখান থেকে রিক্সায় যাত্রি নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটনের বাড়ী সংলগ্ন এলাকায় পৌঁছান। পরে রিক্সায় থাকা যাত্রি (ছিনতাইকারীরা) তার রিক্সা ছিনিয়ে নিতে  চেষ্টা চালায়। এসময় রিক্সাচালক  শান্ত বাধাঁ দিলে তার গলায় ছুরিকাঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যান বলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবাজার পুলিশ ফাঁড়ি’র তদন্ত কেন্দ্রের ইন-চার্জ  গোলাম মোস্তফা।


রক্তাক্ত অবস্থায় তাকে পথচারীদের সহায়তায় দ্রুত ভোলা সদর হাসপাতালে নেয়া হয়।


দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. বজলার রহমান জানান, ছিনতাইকারীকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ৩:৩৯:০৯   ৭৮ বার পঠিত  |