ভোলা বাণী ডেক্স: ভোলার তজুমদ্দিন থানা পুলিশ উপজেলাকে মাদক ও নেশা মুক্ত করতে মাসব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে। বিভিন্ন আস্তানায় পৃথক ভাবে তল্লাশি চালিয়ে ইয়াবা-গাজাসহ ব্যবসায়ী ও সরবরাহকারী ৭জন কে আটক করা হয়েছে। এদেরকে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক ৫টি মামলা জেল হাজতে প্রেরন করা হয়।
থানা সুত্র জানায়, ওসি একেএম শাহিন মন্ডল এবং ওসি (তদন্ত) ফারুক আহমেদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এএসআই আঃ হাই, এএসআই মাসুম পৃথক ভাবে নভেম্বর মাস জুড়ে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালান। ইয়াবা ও গাজাসহ ৭ ব্যবসায়ী ও সরবরাহকারী কে আটকের পর ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
চাদপুর ইউনিয়নের শিকদার কান্দি থেকে ইয়াবা সহ আটক করা হয়, আবু তাহের ছেলে মোঃ মঞ্জু (২৭), শাহে আলমের ছেলে আলমঙ্গীর (৩৫)কে। মামলা নং ০১, তারিখ ০৭/১১/২০১৬ ইং।
শশীগঞ্জ থেকে ইয়াবাসহ আটক হয় তজুমদ্দিনের মাদক স¤্রাট মোস্তাফিজুর রহমান ওরফে মুস্তু (৩৫)। মামলা নং ০২, তারিখ ১০/১১/২০১৬ ইং।
শিবপুর হাওলাদার বাড়ী ব্রীজ এলাকা থেকে গাজাসহ আটক হয় মৃত কালু ফকিরের ছেলে মোঃ হাদিস (৩৮), জয়নালের ছেলে আইয়ুব আলী (২৫)। মামলা নং ০৪, তারিখ ১৫/১১/১৬ ইং।
ডাকবাংলা এলাকা থেকে গাজা সহ আটক হয় শাহ আলমের ছেলে মাকসুদ (১৯)। মামলা নং ০৫, তারিখ ১৬/১১/২০১৬ ইং।
শ¤ভুপুর আনামিয়ার বাড়ীর পুকরপাড় এলাকা থেকে গাজাসহ আটক হয় হানিফ খলিফার ছেলে মোঃ জসিমউদ্দিন ওরফে গাজা জসিম (৪০)। মামলা নং ১০, তারিখ ৩০/১১/২০১৬ ইং।
এছাড়া জুয়া ও বাল্য বিবাহের দায়ে ৬ জনকে পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী আফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালালউদ্দিন তাদেরকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, মাদকী ও জুয়াড়ী দের পুলিশ আটক করে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরন করলেও আইনের ফাঁক-ফোকরে জামিনে বেড়িয়ে এসে পুনরায় ঔই ব্যবসায় জড়িয়ে পড়ে।
মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথা জানান ওসি একেএম শাহিন মন্ডল।
বাংলাদেশ সময়: ৯:৪৬:১২ ৫৫৮ বার পঠিত |