বুধবার, ৭ এপ্রিল ২০২১

কবিতা || তখন বৃষ্টি নামলো

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » কবিতা || তখন বৃষ্টি নামলো
বুধবার, ৭ এপ্রিল ২০২১



গাজী মো. তাহেরুল আলম

বর্ষণ আমার ভালো লাগে

অবিরাম বর্ষণ,

হিমালয়ের বরফ গলে ঝর্ণা হয়

কী অপরূপ সেই সৌহার্দ্য

এরপরও বর্ষা হলেই হৃদয়ের অন্তর্কোণে

শিহরণ জাগে

অনুভূতির কষ্টে!

---

ঝর্ণাকে কবি পাহাড়ের কান্না বলে

আমারও কান্না আছে

তুমি কি দেখোনা অবিরাম বর্ষণে

কতো বেলা-অবেলা আমি তোমার গান গাই

বর্ষা হয়ে।


আমি ঝর্ণা হতে পারিনি,

তবে বৃষ্টি থেকে নদী

নদী থেকে সমুদ্র

এরপর একটি উপন্যাস হতে চেয়েছিলাম!


হাসছো তুমি!

পৃথিবীর কষ্টের সিঁড়িগুলো আমাকে চিনে

ক্লান্ত বসন্তে, কিংবা চৈতের দুপুরে

ঘরে ফিরে আসা যুবক আমি

তবুও স্বপ্ন আমাকে পথ দেখায়,

বোকা সেই পথেই চলে…

এ যেনো সুবোধ বালক!

||গাজী মো. তাহেরুল আলম। সাধারণ সম্পাদক, উপকূল সাহিত্য সংসদ 

বাংলাদেশ সময়: ৯:৪৯:১৪   ৭৪ বার পঠিত  |