বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

দৌলতখান গজনবী স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট গোল্ডকাপ উদ্বোধন

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখান গজনবী স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট গোল্ডকাপ উদ্বোধন
বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১



এম এ আশরাফ ফরাজী।।দৌলতখান প্রতিনিধি।।ভোলাবাণী।।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে দৌলতখান গজনবী স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন হয়েছে।

দৌলতখান গজনবী স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট গোল্ডকাপ উদ্বোধন

বৃহস্পতিবার (২৫শে মার্চ) সকাল ১১ টার সময় টেলিকনফারেন্সের মাধ্যমে ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এ খেলার উদ্বোধন করেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা উচিত। তিনি তার শিক্ষাজীবনে খেলাধুলায় বিভিন্ন অর্জন নিয়েও স্মৃতিচারন করেন।এছাড়াও উপস্থিত সকলকেও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর আলম খান।

অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহঃ ভূমি কমিশনার দৌলতখান মহুয়া আফরোজ ,মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস-চেয়ারম্যান ছিদ্দিক মিয়া,মহিলা ভাইস-চেয়ারম্যান আইনুন নাহার রেনু,ভবানীপুর চেয়ারম্যান গোলাম নবী নবু সহ প্রমূখ।

সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু।
উল্লেখ্য এই টুর্নামেন্টে মোট ১০ টি দল অংশগ্রহন করবে। আজ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করে বসুন্ধরা স্পোর্টিং ক্লাব ও অন্যরকম স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৮   ৬৯ বার পঠিত  |