বুধবার, ১৭ মার্চ ২০২১

ভাসানচরে গিয়েছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল

প্রথম পাতা » জাতীয় » ভাসানচরে গিয়েছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল
বুধবার, ১৭ মার্চ ২০২১



 ভোলাবাণী ডেস্ক।।

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে গেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। বুধবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে ভাসানচর গিয়ে পৌছায় ১৮ সদস্যের এই প্রতিনিধি দল। এতে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে নিযুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

ভাসানচরে গিয়েছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল

ভাসানচরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ভাসানচরে এসে প্রতিনিধি দল ক্লাস্টারের (গুচ্ছ গ্রাম) ফোকাল মাঝিদের সঙ্গে পরিচিতি সভা করে। এর পর বিভিন্ন কাস্টার পরিদর্শন করে। প্রতিনিধি দল তিনদিন ভাসানচরে অবস্থান করবে। আগামী ২০ মার্চ সকাল ১০ টায় তাদের ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে।জানা গেছে, ভাসানচর অবস্থানকালে জাতিসংঘের প্রতিনিধি দল রোহিঙ্গাদের প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেবে। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল ডোবেয়ার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেন। এ সময় তারা ভাসানচরের রোহিঙ্গাদের জন্য তৈরি ক্লাস্টার (গুচ্ছ গ্রাম), আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

সফরকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে এ পর্যন্ত ১৩ হাজারের অধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫০:৩৪   ৬৬ বার পঠিত  |