শশীভূষণে ৮৫ বছরের বৃদ্ধকে পৈশাচিক নির্যাতন

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণে ৮৫ বছরের বৃদ্ধকে পৈশাচিক নির্যাতন
বুধবার, ১৭ মার্চ ২০২১



 নিজস্ব প্রতিনিধি।। ভোলাবাণী।।

ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ হাজারীগঞ্জ ইউনিয়নের আঃ হামিদ নামের ৮৫ বছরের এক বৃদ্ধকে মাছ ধরাকে কেন্দ্র করে পৈশাচিক নির্যাতন করেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র। আহত বৃদ্ধ চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শশীভূষণে ৮৫ বছরের বৃদ্ধকে পৈশাচিক নির্যাতন

বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় হাজারীগঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বৃদ্ধ আঃ হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বৃদ্ধের পরিবার সুত্রে জানাগেছে।নির্যাতনের পরপরই মুহুর্তের মধ্যেই পৈশাচিক নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তোলপার শুরু হয়। ভিডিওতে দেখা যায় ওই বৃদ্ধকে একদল সন্ত্রাসী মিলে লাঠি-সোটা নিয়ে দফায় দফায় মারধর করে।

নির্যাতনকারী হলেন- হাসান মহরী, মালেক, শাহীন, বশির, আজাদ, মোমিন, শফিউল্যাহ ও আমিন। অভিযোগ রয়েছে, এই চক্রটি ইতোপূর্বেও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিল।

বৃদ্ধর অভিযোগ সূত্রে জানা যায়, উপর্যুক্ত হামলাকারী মালেকের নিকট হতে বৃদ্ধর ছেলে পুকুরসহ জমি ক্রয় করে। সেই পুকুরে আজ মাছ ধরতে গেলে মালেক তার স্থানীয় সন্ত্রাসী দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এর আগেও তার ছেলেকে সন্ত্রাসী হাসান মহরী বেদম মারধর করে।

এদিকে, অভিযুক্তকারীরা অজ্ঞাত স্থানে থাকায় এবং তাদের মুঠোফোন বন্ধা থাকায় এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বার্তা বাজারকে জানান, ইতিমধ্যে আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৫:০০   ৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ