সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

গণটিকাদানের দ্বিতীয় দিনে টিকা নিলেন ৪৬ হাজার ৫০৯ জন

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » গণটিকাদানের দ্বিতীয় দিনে টিকা নিলেন ৪৬ হাজার ৫০৯ জন
সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১



ভোলাবাণী ডেক্সঃকরোনাভাইরাসের গণটিকাদানের দ্বিতীয় দিনে সোমবার ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন। অর্থাৎ প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন ১৫ হাজার ৩৪৯ জন বেশি মানুষ টিকা নিয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণটিকাদানের দ্বিতীয় দিনে টিকা নিলেন ৪৬ হাজার ৫০৯ জন

দ্বিতীয় দিনে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের কর্মকর্তা, মন্ত্রী, এমপিসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা টিকা নিয়েছেন।টিকা নিয়ে সমালোচনা করে আসা বিএনপি নেতারাও টিকা নিতে শুরু করেছেন। বিএনপি নেতাদের মধ্যে সোমবার প্রথম টিকা নিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

টিকা নেওয়ার পর সাংবাদিকদের মাহবুব উদ্দিন খোকন বলেন, তিনি ভালো অনুভব করছেন। কোভিড-১৯ বিশ্বব্যাপী মহামারী। প্রতিষেধক হিসেবে টিকা নেওয়ার প্রয়োজন। তাই টিকা নিয়েছি। নিজে টিকা নেওয়ার পর তিনি অন্য সবাইকেও টিকা নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৩৭   ৬৭ বার পঠিত  |