ভোলায় ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শুরু
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



 

ভোলায় ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শুরু

আদিল হোসেন তপু, ভোলাবাণী: ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মাস ব্যাপী সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন কর্মসূচী শুরু হয়েছে। সোমবার দুপুরে জেলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়াসমী লীগের সম্মেলনের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছগির আহমেদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্তমাহামুদ, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোফারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল নকিব, এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পদিক সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সহসভাপতি শাহেআলম মাস্টার, প্রবীন নেতা নুরুল ইসলাম বাগা, ফারুক গাজী, লালমিয়া, জহুরুল ইসলাম জহিগর, ফরিদ মাতাব্বর, মাকসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মোশারেফ হোসেন প্রমুখ। সম্মেলন কয়েকশ নারী নেতাও উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালি করতে জেলা সদরের ১১ ইউনিয়নে আওয়ামী লীগের সমম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সব ইউনিয়নের সম্মেলন ১৪ বছর পরে করা হচ্ছে।

দলীয় নেতৃবৃন্দ জানান, মাঠ পর্যায়ে দলকে শক্তিশালী করতে গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক নিয়মে এ সম্মেলন করা হচ্ছে। এটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একটি উদারণ। সম্মেলনে একাধিক প্রার্থী শীর্ষ পদে থাকলেও গণতান্ত্রিক নিয়মে ভোটের দিয়ে নেতা নির্বাচন করেন। এ নিয়ে কোন বিরোধও নেই। ১৩ এপ্রিল কাচিয়া ইউনিয়নের সম্মেলনের মধ্যে দিয়ে মাস ব্যাপী সম্মেলন কর্মসূচি শেষ হবে।

বাংলাদেশ সময়: ১১:০৬:৫৩   ২৭২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ