রবিবার, ৩ জানুয়ারী ২০২১

শারীরিক প্রতিবন্ধী জামালের পাশে দাড়ালেন জেলা প্রশাসন।

প্রথম পাতা » দৌলতখান » শারীরিক প্রতিবন্ধী জামালের পাশে দাড়ালেন জেলা প্রশাসন।
রবিবার, ৩ জানুয়ারী ২০২১



 এম,এ আশরাফ।।ভোলাবাণী।।দৌলতখান প্রতিনিধিঃপরিবারের জীবিকা নির্বাহ প্রধান হলো পুরুষ, এ যেনো এক বৃক্ষের ছায়ার মতো। কিন্তু জীবিকা নির্বাহ প্রধান সহ তার স্ত্রী যদি প্রতিবন্ধী হয় তাহলে তো কোনো কথাই নাই।

---এমনি জামাল (৩৫) দৌলতখান, চরখলিফা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। ছোট বেলায় তার মাকে রেখে বাবা চলে যায়। নেমে আসে সাংসারিক অভাব অনটন। বিধবা মা, সন্তান, স্ত্রী-কে নিয়েই চলে তার অভাবের সংসার। কিন্তু ভাগ্যের নিমর্ম পরিহাস গাছ থেকে পড়ে গিয়ে তার মেরুদন্ড ভেঙে যায়। অার্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি তার। ভাংঙ্গা মেরুদন্ড নিয়ে এলাকা বাসির সহযোগিতা দিন চলতে থাকে জামালের।

দুঃখ জনক তার স্ত্রীও শারীরিক প্রতিবন্ধী। ভিক্ষা করে কোন মতে তাদের সংসার চালাতে হয়। জামাল জানান, তার এই ভাংঙ্গা কুঁড়ে ঘর বর্ষার সময় পানিতে ভিজে যায় এবং তার ঘরে থাকা আসবাবপত্র সহ সব কিছু নষ্ট হয়ে যায়। প্রকোপ শীতে খুবই কষ্ট হয় তার পরিবারের সকলের। জামাল সমাজের বৃত্ত-বানদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করে।
এমন খবর প্রকাশিত হলে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সহ দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব কাওছার হোসেনের দৃষ্টিগোচর হয়।
পরে জেলা প্রশাস‌নের কর্মরত কর্মকর্তা‌দের অর্থায়‌নে মু‌জিববর্ষ উপল‌ক্ষে প্রতিবন্ধী জামাল‌কে ঘর তৈরী ক‌রে দেয়ার জন‌্য সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল স‌রেজ‌মি‌নে উপজেলা প্রশাসন যাবে এবং আগামীকাল থেকেই জামা‌লের ঘ‌রের কাজ শুরু কর‌বে এবং জামালের ঘর মেরামত সহ সার্বিক সহযোগীতা করবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ৯:৪৫:৩৫   ১০০ বার পঠিত  |