শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০

ভোলার কোকো লঞ্চ ট্রাজেডির ১০ বছর

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার কোকো লঞ্চ ট্রাজেডির ১০ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০



 

---

গাজী মো.তাহেরুল আলম।।দিন আসে দিন যায়, কিন্তু ভোলার মানুষ আজো ভোলেনি ২৭ নভেম্বরের সেই ভয়াল ট্রাজেডি!২০০৯ সালের আজকের এ দিনে ঢাকা থেকে ঈদের দুই হাজার যাত্রী নিয়ে কোকো-৪ লঞ্চটি ভোলার লালমোহনের নদীতে ডুবে যায়। নদীতে ডুবে মৃত্যুবরণ করেন ঈদের আনন্দে ছুটে আসা ৮২ জন মানুষ। এখনো স্বজনহারা পরিবারে কান্না থামেনি।

জানাযায়, ভোলার মানুষ ২৭ নভেম্বরের কোকো ট্রাজেডির সেই বীভৎস চিত্র আর আর্তচিৎকার এখনো শুনতে পায়।
সেদিন কোকো লঞ্চ ডুবিতে মৃত্যুবরণ করেন, লালমোহন-৪৫, চরফ্যাসন-৩১, তজুমদ্দিন-১ ও অজ্ঞাত ২ জন।

আজ ২৭ নভেম্বর ভোলা কোকো লঞ্চ ট্রাজেডির ১০ বছর পূর্ণ হলো। কিন্তু, থেমেছে লঞ্চ মালিকদের মুনাফালোভী দৌরাত্ম! সেদিনের লঞ্চ ডুবির কারণ ধারণ ক্ষমতার কয়েকগুন যাত্রী বোঝাই এবং নৌ আইন না মানা। কিন্তু, যারা এর জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের আজো বিচার হয়নি। এখনো চলছে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। লঞ্চ মালিকরা নৌ পরিবহণ নীতিমালা মানছেই না।

এ প্রসংগে ভোলা জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে না ওঠার জন্য যাত্রীদের সচেতন করা হচ্ছে। এ ব্যাপারে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনাও করা হয়।

বাংলাদেশ সময়: ১১:২৯:৫৮   ২৩৩ বার পঠিত  |