জাতীয় সেচ্ছাসেবী সংগঠন ভোলায় “বলাকা”চরসামাইয়া ইউনিয়ন কমিটি গঠন।

প্রথম পাতা » ভোলা জেলা » জাতীয় সেচ্ছাসেবী সংগঠন ভোলায় “বলাকা”চরসামাইয়া ইউনিয়ন কমিটি গঠন।
শুক্রবার, ৯ অক্টোবর ২০২০



ভোলা প্রতিনিধিঃ

মানবতার সেবায় একধাপ এগিয়ে বাংলাদেশের অন্যতম নিবন্ধিত জাতীয় সেচ্ছাসেবী সংগঠন ‘বলাকা’। আমরা সেচ্ছায় রক্ত দেই এই স্লোগান কে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন “বলাকা”ভোলা জেলা শাখার ভোলা সদর  উপজেলার চরসামাইয়া ইউনিয়ন “বলাকা” কমিটির অনুমোদন দিয়েছে ভোলা জেলা শাখা ‘বলাকা’।


বৃহস্পতিবার ০৮ অক্টোবর  ২০২০ইং তারিখে সন্ধায় ভোলা জেলা বলাকা সভাপতি মাহমুদুল হাসান ফাহাদ ও সাধারন সম্পাদক মাহাবুব আলম পারভেজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামি দুই বছরের জন্যে ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় সংগঠনটি।


উক্ত কমিটিতে, ১.সভাপতি -মোঃ- সবুজ আলম ২.সহ- সভাপতি -মোঃ- জিহাদ হাসান

৩.সাধারণ সম্পাদক –মোঃ ইয়াকুব আলী  ৪.যুগ্ন- সাধারণ সম্পাদক -মোঃ খাইরুল ইসলাম  ৫.সাংগঠনিক সম্পাদক -মোবারক হোসেন বাপ্পি

৬.দপ্তর সম্পাদক -মোঃ মাহবুবুর রহমান , ৭.প্রচার সম্পাদক – মোঃ আরিফ

৮.অর্থ বিষয়ক সম্পাদক -মোঃ নিজাম

৯.স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- আমিনা খাতুন ইতি

১০.কার্য নির্বাহী সদস্য ১- মোঃ স্বাধীন

১১.কার্য নির্বাহী সদস্য২-মোঃ রাকিব কে মনোনীত করে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি  বলাকা।


এসময় জেলা কমিটির সভাপতি মাহমুদুল হাসান ফাহাদ ও সাধারন সম্পাদক মাহাবুব আলম খান এবং সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম নবগঠিত সদর উপজেলা বলাকার চরসামাইয়া ইউনিয়ন বলাকা কমিটি ২০২০ইং সকল সেচ্ছাসেবী সদস্যদের জেলা কমিটির পক্ষহতে শুভেচ্ছা জানিয়েছেন।


পরে গণমাধ্যমের উদ্দেশ্য জেলা বলাকার,সভাপতি বলেন, মানবতার সেবায় একঝাঁক তরুন সেচ্ছাসেবী নিয়ে,আমরা ভোলা জেলার গরীব অসহায় এবং মূমুর্ষ রোগীসহ মানুষের সেবায় সেচ্ছায় রক্তদান করে আসছে ভোলা জেলা বলাকা। আমাদের সেবার কার্যক্রম সম্পর্কে বিগত কয়েক বছর ধরে ভোলাবাসির সবাই অবগত রয়েছেন। বলাকা সেচ্ছাসেবীরা আন্তরিক হয়ে সুনামের সাথে সেচ্চায় এসেবা দিয়ে যাচ্ছে। তাই সেচ্ছায় রক্তদান এর এই কর্মসূচী কার্যক্রম ভোলা জেলার প্রত্যেকটি উপজেলা সহ গ্রাম গঞ্জে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য।

তাই অতিদ্রুত ভোলা জেলা কমিটিসহ মেয়াদ উওির্ন সকল কমিটি গুলো নতুনভাবে সাজানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ‘বলাকা কমিটি সভাপতি মো.আনোয়ার কবির,ও সাধারণ সম্পাদক মাহমুদ আজমানী।

“আমরা সেচ্ছায় রক্ত দিব ও অপরকে রক্তদানে উৎসাহীত করবো”ভোলা জেলা বলাকা এই শ্লোগানকে বাস্তবায়ন করতে ভোলা জেলা শাখার সদর উপজেলা বিভিন্ন ইউনিয়ন,কলেজ এর যেসকল মেয়াদবিহীন কমিটি রয়েছে তা বিলুপ্ত করে নতুনভাবে কমিটি গঠন করার কার্যক্রম হাতে নিয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৩৯   ২২৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা জেলা’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥

আর্কাইভ