বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক নোমানী আটক,ভোলা বিওজেএ’র নিন্দা।

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক নোমানী আটক,ভোলা বিওজেএ’র নিন্দা।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০



ভোলা বাণী ডেক্সঃবরিশালের দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানীকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক ও ‘ষড়যন্ত্রমূলক মামলা’ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন(বিওজেএ) ভোলা জেলা শাখা। সোমবার দুপুরে দপ্তর সম্পাদক এম শাহরিয়ার জিলন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক নোমানী আটক,ভোলা বিওজেএ’র নিন্দা।

বিবৃতিতে বিওজেএ’র ভোলা জেলা সভাপতি খলিল উদ্দিন ফরিদ বলেন, দীর্ঘদিন যাবত বরিশালে অত্যন্ত সুনামের সাথে সাংবাদিক নোমানী দায়িত্ব পালন করে আসছিলেন। আমাদের জানামতে তার বিরুদ্ধে হেন কোন অভিযোগ বরিশালে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে হঠাৎ গ্রেফতারে তাই স্বাভাবিকভাবেই জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।বিওজেএ‘র বরিশালের সভাপতি নোমানীর এ গ্রেফতারকে ‘অত্যন্ত সুপরিকল্পিত’ উল্লেখ করে বিওজেএ’র সম্পাদক ছোটন সাহা বলেন, ঠুনকো এমন মিথ্যে অভিযোগ কোনভাবেই মেনে নেয়া যায়না। তিনি অবিলম্বে নোমানীসহ তার সাথে গ্রেফতার হওয়া সকলকে বিনাশর্তে মুক্তির দাবী জানান। সে সাথে তিনি স্থানীয় সাংবাদিকদের ঘটনার সাথে জড়িত সকল ষড়ন্ত্রকারীদেরও মুখোশ উন্মোচনের দাবী জানান।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বরিশালের কীর্তনখোলা নদীর পাড় ত্রিশ গোডাউন এলাকায় সন্ধারাতে নোমানীসহ তিনজনকে ভিডিও করার অভিযোগে অভিযুক্ত করে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ২১:২১:৪৭   ১৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ