লালমোহনে প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন এমপি শাওন

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন এমপি শাওন
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০



আবদুস সালাম সেন্টু।।ভোলাবাণী।।লালমোহন প্রতিনিধি ।।

ভোলার লালমোহনে করোনায় অসহায় হয়ে পরা প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ তুলে দিয়েছেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জের আবুগঞ্জ বাজার এলাকায় “ডাস বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের” শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি।

লালমোহনে প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন এমপি শাওন

এসময় এমপি শাওন বলেন, আগে প্রতিবন্ধিদের কে সমাজের বোঝা মনে করে অবহেলা করা হতো। তাদের কে দিয়ে ভিক্ষাবৃত্তিসহ নানাবিধ অপরাধমূলক কাজ করানো হতো। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিবন্ধিদের কে দেশের সম্পদে রুপান্তর করতে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা অটিজম-অকিষ্টিকের উপর সর্বোচ্চ ড্রিগ্রি অর্জন করেছেন। বর্তমানে দেশের অটিজম-অকিস্টিক শিশুদের জন্য কাজ করছেন। একসময় আমরা বা তরুণ প্রজন্মের কাছে অপরিচিত শব্দ এ অটিজম-অকিস্টিক শব্দকে পরিচিত করে দিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল। ফলে প্রতিবন্ধিরা সংসারের বোঝা থেকে আজ উপার্জনের ভিত্তি হিসেবে তৈরি হচ্ছে। এটা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্য।
এদিন ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের ৫৭ প্রতিবন্ধির প্রতিজনকে নগদ ৩হাজার টাকা করে প্রদান করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, দ্বীপ উন্নয়ন সোসাইটি ও ডাস বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের পরিচালক ইউনুস মিয়া, এমপি শাওনের বড় ছেলে ইশরাক চৌধুরী নওয়াল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:০৮   ২২৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ