বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত
রবিবার, ১৬ আগস্ট ২০২০



ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্সঃ সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

বিশ্বে করোনায় একদিনে  সর্বোচ্চ আক্রান্ত

বিবিসির প্রতিবেদনে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে জানানো হয়েছে, দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পর এ নিয়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি ১০ লাখেরও বেশি। এছাড়া এ পর্যন্ত ৭ লাখ ৭১ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বরাবরের মতোই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে যথাক্রমে ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি ও স্পেন।জানা যায়, এ পর্যন্ত আমেরিকায় ৫০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭০ হাজারের বেশি। আর ব্রাজিলে এ পর্যন্ত শনাক্ত করোনা রোগী প্রায় ৩৩ লাখ, ভারতে ২৫ লাখ, রাশিয়ায় ৯ লাখ ও দক্ষিণ আফ্রিকায় অন্তত ৫ লাখ ৭৯ হাজার মানুষ।

এদিকে, বাংলাদেশ করোনা আক্রান্তের হিসেবে ১৮ নম্বরে থাকলেও সক্রিয় করোনা রোগীর দিক থেকে শীর্ষ সাতে রয়েছে। এ পর্যন্ত মোট কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। আর মারা গেছেন ৩ হাজার ৬২৫ জন।

বাংলাদেশ সময়: ১৮:২৭:২৯   ১৭৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ