সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নিহত

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নিহত
শুক্রবার, ৭ আগস্ট ২০২০



গাজী তাহের লিটন।।ভোলা বাণী।। বিশেষ প্রতিনিধি।। 


রাজধানীর ব্যস্ততম শেরেবাংলা থানাধীন এলাকায় মাইক্রোবাসের চাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৪) নিহত হয়েছেন।

---

শুক্রবার (৭ আগস্ট) সকালের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রেশমা ধানমন্ডি এলাকায় আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে।


শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত জানান, সকালে চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন রেশমা। এসময় একটি কালো রঙের মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে রত্না গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।


রেশমা ধানমন্ডি এলাকায় আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি মিরপুর এলাকায় থাকতেন। তিনি পর্বতারোহী ছিলেন বলে জানা গেছে।


তিনি আরও জানান, রেশমাকে চাপা দেওয়া মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা করে যাচ্ছি এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


জানা গেছে, ২০১৬ সালের দিকে কেওক্রাডংয়ে চড়েন রেশমা। পর্বতারোহণ সেই শুরু। এরপর ভারত থেকে তিনি এ বিষয়ে প্রশিক্ষণ নেন। গত বছর ভারতের লাদাখে অবস্থিত স্টক কাঙরি পর্বত ও কাং ইয়াতসে-২ পর্বতে আরোহণ করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:১৮:৫৩   ১৩৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
জামিনে এসে বাদীর পরিবারে হামলা আগুন দিয়ে ঘর পোড়ানোর অভিযোগ
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা

আর্কাইভ