রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয় পেশ

প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয় পেশ
বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭



---

ভোলাবাণী : রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ড, কেনিয়া ও আলজেরিয়ার রাষ্ট্রদূতবৃন্দ। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে তারা পৃথকভাবে পরিচয় পেশ করেন।

পরিচয়পত্র পেশকারী রাষ্ট্রদূতরা সবাই অনাবাসী। তারা হলেন- আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ব্রায়ান ম্যাকএলপাফ, আলজেরিয়ার রাষ্ট্রদূত লাখাল বেনকেলাই এবং কেনিয়ার হাইকমিশনার ফ্লোরেন্স ইমিসা ওয়েচে।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রদূতদের বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব পালনকালে তাদেরকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও ওইদেশ সমূহের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখার জন্য তথা আগামি দিনগুলোতে বাণিজ্য ও বিনিয়োগসহ দেশের সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরার আহ্বান জানান।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের উপর রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের অনেক সামগ্রী, বিশেষত পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক এবং ওষুধ আন্তর্জাতিক মানের- একথা উল্লেখ করে রাষ্ট্রপতি তিনটি দেশকে বাংলাদেশ থেকে এসব সামগ্রী আমদানির আহ্বান জানান।

রাষ্ট্রদূতবৃন্দ দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:১৫:৫৩   ১৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ